যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

|

ফাইল ছবি

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধুঁকছে বাবর আজমের পাকিস্তান। পাওয়ার প্লে’র ৬ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পেরেছে এশিয়ার দেশটি।

এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে ৩৫ রান। বাবর আজম ১৬ বলে ৫ এবং শাদাব খান ৮ বলে চার রানে ব্যাট করছেন।

এর আগে, ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে বাবর-রিজওয়ানদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই ছক্কা হাঁকিয়ে আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দেন ওপেনার রিজওয়ান। তবে তার ইনিংসকে বেশিদূর এগুতে দেননি যুক্তরাষ্ট্রের বোলার নেত্রভলকার। তার বলে মাত্র ৯ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান। যদিও তার ফেরার পেছনে দুর্দান্ত ক্যাচ ধরা টেইলরকে ক্রেডিট দিতেই হয়।

রিজওয়ানের বিদায়ের পর উসমান খান ও ফখর জামানও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। উসমান তিন বলে মাত্র ৩ রানে ফিরেছেন। ফখর জামান করেছেন ৭ বলে ১১ রান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply