যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা

|

জাতিসংঘের স্কুলটিকে ইসরায়েলি হামলার পরের চিত্র। ছবি: ইপিএ

গাজা উপত্যকায় জাতিসংঘের স্কুলে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয়। সেগুলোয় হানিওয়েল নামের একটি মার্কিন কোম্পানির নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে। নুসেইরাত ক্যাম্পে ইউএনআরডব্লিউ’র ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থীশিবিরের একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৪০ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরাইলি বাহিনীর দাবি, এই স্কুল হামাসের ‘আস্তানা’ হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply