গ্রিলিশ-ম্যাগুয়েরকে বাদ দিয়ে ইংল্যান্ডের মূল স্কোয়াড ঘোষণা

|

ছবি: সংগৃহীত

মার্কাস র‍্যাশফোর্ড, জর্ডান হেন্ডারসন ও রাহিম স্টার্লিংয়ের মতো তারকাদের বাদ দিয়ে জার্মানিতে হতে চলা ইউরো-২০২৪ আসরের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল ইংল্যান্ড। এবার জ্যাক গ্রিলিশ, জেমস ম্যাডিসন ও হ্যারি ম্যাগুয়েরকে বাদ দিয়ে ২৬ সদস্যের মূল দল দিয়েছে থ্রি লায়ন্সরা।

৩৩ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়া বাকি পাঁচ জন হলেন জেমস ম্যাডিসন, জ্যারাড ব্র্যানওয়েট, জেমস ট্রাফোর্ড, কুর্টিস জোন্স ও জ্যারেল কুয়ানসাহ।

আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া ইউরোর আগে আইসল্যান্ডের সাথে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাত্রা শুরু করবে গেলবারের রানার্সআপরা। ‘সি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক।

ইংল্যান্ডের ২৬ সদ্যসের দল:
গোলকিপার:
 ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল।
ডিফেন্ডার: লুইস ডাঙ্ক, জো গোমেজ, মার্ক গুইজি, এজরি কোনসা, লুক শ, জন স্টোনস, কাইরেন ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, কনোর গ্যালাঘার, কোবে মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম ওয়ারটন।
ফরোয়ার্ড: জুড বেলিংহ্যাম, জ্যারোড বোয়েন, এবরেচি এজি, ফিল ফোডেন, অ্যান্টনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, বুকায়ো সাকা, আইভান টনি, ওলি অ্যাটকিনসন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply