৯৪ বছরের পুরনো বাষ্পচালিত ট্রেনের শেষ যাত্রার আনন্দ রূপ নিলো বিষাদে

|

‘কানাডিয়ান প্যাসিফিক ২৮১৬’ যাকে ডাকা হয় ‘দ্য এমপ্রেস’ বা সম্রাজ্ঞী নামে। কয়লা পুড়িয়ে বাষ্পচালিত এই ট্রেন তৈরি হয়েছিল ১৯৩০ সালে র ডিসেম্বরে কানাডার মন্ট্রিলে। ট্রেনটি একটি ‘এইচ ১বি ৪৬৪’ হাডসন টাইপ স্টিম লোকোমোটিভ। তবে হঠাৎ কেন এই ট্রেনের কথা বলা হচ্ছে। কারণ-এ ধরনের বাষ্পচালিত ট্রেন আধুনিক যোগাযোগব্যবস্থায় এখন আর কোথাও দেখা যায় না।

গত এপ্রিলে কানাডার ক্যালগারি থেকে একটি প্রদর্শনীমূলক যাত্রা শুরু করেছিল ট্রেনটি। পরে এটি কানাডার সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র হয়ে সম্প্রতি মেক্সিকোতে প্রবেশ করে। আজ শুক্রবার এই ট্রেনটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পৌঁছানোর কথা থাকলেও এর আগেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনটি দেখতে রেললাইনের দুই পাশে বহু মানুষ ছবি তুলতে ভিড় করে। আর এই সেলফি তুলতে গিয়ে ট্রেনে আঘাত পেয়ে প্রাণ গেলো এক মেক্সিকান নারীর। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান শহরে নিহত সেই নারীর নাম ডুলস অ্যালোন্ড্রা। পেশায় তিনি একজন শিক্ষক। তার বয়স ২৯ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনটিকে আসতে দেখে সেলফি তোলার অভিপ্রায় নিয়ে রেললাইনের খুব কাছেই মোবাইল ধরে বসে ছিলেন ওই নারী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ

কিন্তু তিনি আসলে মাপে ভুল করেছিলেন। ট্রেনটি পাশ দিয়ে যাওয়ার সময় এর একটি কোনা সজোরে আঘাত করে তাঁর মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গেই মুখ থুবড়ে পড়ে যান তিনি। কেউ একজন তাঁকে টেনে তোলার চেষ্টা করলে দেখা যায়, মুহূর্তের মধ্যেই নিথর হয়ে গেছে তাঁর শরীর। 

/এআই  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply