অল্প সময়ে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে: মান্না

|

খুব অল্প সময়ের মধ‍্যে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। বললেন, এই সরকারের হাতে কোনো টাকা নেই। বাজেটের জন‍্য টাকা যোগান দেয়ার ব‍্যবস্থা নেই। ডলার নেই, নিত‍্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন‍্য মানুষ এলসি করতে পারছে না।

শুক্রবার (৭ জুন) বিকেলে ময়মনসিংহে মুসলিম ইন্সটিটিউট হলরুমে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মান্না বলেন, আমরা সবাই যুগপৎ আন্দোলনে আছি। চূড়ান্ত লড়াই করব। ক্ষমতায় গেলে কল‍্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। লড়াই করলে এই সরকার টিকতে পারবে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এতে বলেন, বাংলাদেশের যত গুম-খুন সব হয়েছে আজিজ ও বেনজীরের সময়ে। এখন ওবায়দুল কাদের বলেন বেনজীর-আজিজ তাদের লোক নয়।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বেনজীর ও আজিজদের রক্ষা করার বাজেট বলেও এ সময় উল্লেখ করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, এই বাজেটে বৈধ আয়ে ৩০ ভাগ আর দুর্নীতির টাকায় ১৫ ভাগ কর দিতে হবে। এই বাজেট জনগণের কোনো কাজে আসবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply