গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এই আদেশ দেন। একইসাথে আগামী ১১ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণেরও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, গত ২ মে ঢাকার বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সেদিন আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ জুন অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে এই মামলাটি করেছিলেন।
/এমএইচ
Leave a reply