প্রভাবশালীদের ঋণ বারবার পুনঃতফসিল করা হয়। তাদের নাম ঋণ খেলাপির তালিকায় উঠে না। এসব অসাধু ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার সময় এসেছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।
বুধবার (১২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ কথা বলেন তিনি।
সালমা ইসলাম বলেন, বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বিশ্বের অনেক দেশ রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটে মোকাবেলা করছে। বাংলাদেশও এর বাহিরে নয়। আমদানি নির্ভর দেশ হওয়ার ফলে ডলারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছে বাংলাদেশ। দেশ এখন কঠিন সময় পার করছে। এই সংকট একদিনে তৈরি হয়নি। এই সংকটের মূল কারণ লাগামহীন দুর্নীতি ও অর্থপাচার।
সালমা ইসলাম আরও বলেন, ডলারের দাম বৃদ্ধির ফলে শিল্পের উৎপাদন খরচ বেড়েছে। রফতানিমুখী শিল্পের ভ্যাট-ট্যাক্স আরও কমাতে হবে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে হবে।
দেশে শুধু অন্যায় হয়েছে তা নয়, অনেক উন্নয়নও হয়েছে। সাধারণ মানুষ পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের সুবিধা পাচ্ছে। এ সময় দেশে বিদ্যুতের উৎপাদন বাড়লেও, গ্রামের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না বলেও মন্তব্য করেন সালমা ইসলাম।
/আরএইচ
Leave a reply