ডাচদের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের একাদশ

|

লঙ্কানদের বিপক্ষে ২ উইকেটের জয় নিয়ে বিশ্বকাপ আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৪ রানের হার। নিজেদের তৃতীয় ম্যাচে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে নাজমুল হাসান শান্তর দল।

সুপার এইটে যেতে ডাচদের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ডাচদের মুখোমুখি হবে টাইগাররা।

এদিকে লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে সৌম্য সরকার হতাশ করেছিলেন। প্রোটিয়া ম্যাচে তার পরিবর্তে দলে ফেরেন লোয়ারঅর্ডার ব্যাটার জাকের আলি অনিক। নিউইয়র্কে অনিকও ব্যর্থ হয়েছেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনিককে বাইরে রাখতে পারেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। পরিবর্তে লোয়ার মিডলঅর্ডারে জায়গা পেতে পারেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

অপরদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতের আঙুলে গুরুতর চোটে পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম। আঘাতস্থলে লেগেছিল ৬টি সেলাই।

শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও খেলতে পারেননি শরিফুল। টাইগারদের শক্তিশালী  পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান, তাসিকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবেই ভরসা রাখতে পারেন কোচ চন্ডিকা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply