টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে বেশ চাপের মুখে আছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ম্যাচ হেরে যায় রশিদ-মঈনরা। এ অবস্থায় বাঁচা-মরার ম্যাচে ওমানের মুখোমুখি হয়ে ১৯ বলে জয় ছিনিয়ে নিয়েছে ইংলিশরা। এতে সুপার এইটে যাওয়ার আশা বেঁচে থাকলো তাদের।
আজ ওমানকে হারিয়েছে তারা ৮ উইকেটে, ১০১ বল বাকি থাকতে। ১৯ বলেই ওমানের দেয়া লক্ষ্যটা পেরিয়ে যায় ইংল্যান্ড। শুরুতে ব্যাট করা ওমান অলআউট হয় মাত্র ৪৭ রানে। এটা তাদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের স্কোর।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আগুন ঝরায় ইংলিশরা। যার রেশে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে গেছে ওমান। মিডল অর্ডার ব্যাটার শোয়াইব খান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শোয়াইব করেন ১১ রান।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ একাই শিকার করেছেন ৪ উইকেট। এছাড়া মার্ক উড ও জোফরা আর্চার দুজনই তিনটি করে উইকেট তুলে নেন।
৪৮ রানের টার্গেটে শুরু থেকেই মারমার কাটকাট ব্যাটিং ইংলিশদের। ওপেনার ফিল সল্ট ৩ বলে ২ ছক্কায় আউট হন ১২ রান করে। অপর ওপেনার জস বাটলার অপরাজিত ছিলেন ৮ বলে ২৪ রানে। রানরেট বেশ বাড়িয়ে নিয়ে ৮ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড।
গ্রুপ ‘বি’তে সমান ৩ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬, স্কটল্যান্ডের ৫, ইংল্যান্ডের ৩, নামিবিয়ার ২। ৪ ম্যাচে ওমানের কোনো পয়েন্ট নেই। স্কটল্যান্ডের রান রেট +২.১৬৪ আর ইংল্যান্ডের +৩.০৮১। শেষ ম্যাচে ইংল্যান্ড যদি নামিবিয়াকে হারায় আর স্কটল্যান্ড হারে অস্ট্রেলিয়ার কাছে, তাহলে সুপার এইটে চলে যাবেন বাটলাররা।
/এএম
Leave a reply