আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মিশিগানের রচেস্টারে একটি ওয়াটার পার্কে হামলা চালিয়েছে এক বন্দুকধারী।শনিবার (১৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় হয় এ ঘটনা। খবর দ্য গার্ডিয়ানের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে হামলাকারী। প্রায় ৩০টি গুলির আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একটি নাইন এমএম সেমিঅটোমেটিক হ্যান্ডগান ব্যবহার করেছে ওই দুবৃত্ত। গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ কমপক্ষে ৯ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হামলাকারীর হ্যান্ডগান ও শুন্য ম্যাগাজিন।
কাছাকাছি একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তের মরদেহ। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি পরে বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও কিছু।
উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত ২১৫টির বেশি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
/এএম
Leave a reply