কাঙ্খিত আসন না পেলে জোটবদ্ধ নির্বাচন করবে না জাপা: এরশাদ

|

কাঙ্ক্ষিত আসন না পেলে জোটবদ্ধ নির্বাচন করবে না জাতীয় পার্টি। এমনটাই জানিয়েছেন পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ শনিবার বিকালে জামালপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জনগণ চাইলে আবারও ক্ষমতায় আসতে পারে তার দল। ঐক্যফ্রন্টের সাথে সংলাপ ব্যর্থ হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ৫ নভেম্বর জাতীয় পার্টি কোন দাবি নিয়ে সংলাপে যাবে না। তবে জাতীয় পার্টি কথা বলবে আসন নিয়ে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিনা দোষে ছয় বছর জেল খাটিয়েছেন। এবার দোষী সাব্যস্ত হয়েছেন। কারাগার থেকে খালেদা জিয়া বের হতে পারবে না আর তারেক রহমান দেশে ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন এইচ এম এরশাদ।

জনগণের সামনে এখন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বী নাই বলেও উল্লেখ করেন এইচ এম এরশাদ।

সমাবেশে জামালপুর-২ আসনে মোস্তফা আল মাহমুদকে প্রার্থী হিসেবে ঘোষণ করেন এরশাদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply