ভাঙ্গায় ৫ দিনে দেখা মিললো ৫টি রাসেলস ভাইপারের

|

আব্দুল মান্নান, ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় গত ৫দিনে দেখা মিলেছে ৫টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের। এরমধ্যে ৩টি সাপ মেরে ফেলা হয়েছে, আর ২টি সাপ পালিয়ে গেছে। এ নিয়ে ওই এলাকার সর্বস্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙা এলাকায় রাস্তার উপর রাসেলস ভাইপারের বাচ্চা দেখা যায়। পরে স্থানীয়রা সাপের ওই বাচ্চাটি মেরে ফেলে। এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর চুমুদি ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের বধুর শিকদারের বাড়ির সামনে আরেকটি রাসেলস ভাইপার মেরে ফেলে স্থানীয়রা।

গত শুক্রবার দুপুরে বামনকান্দা রেল লাইনের পাশে আরেকটি রাসেলস ভাইপার সাপ দেখতে পায় রেলের কয়েকজন শ্রমিক। পরে সাপটি জঙ্গলে চলে যায়।  

এর আগে, গত ১৯ জুন বুধবার সকালে একই এলাকার জিক্কার মোড় আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাসেলস ভাইপার সাপের দেখা মিলে।  তার আগের দিন মঙ্গলবার রাতে ভাঙ্গার সুর্যনগর এলাকায় রেললাইনের উপর রাসেলস ভাইপার নামের আরেকটি সাপ দেখে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদা জানান, গণমাধ্যমে এ নিয়ে সংবাদ দেখছেন তিনি। কৃষক ও গ্রামবাসীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধি করা হবে। কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হবে বলেও জানান তিনি। 

ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ পাল জানান , হাসপাতালে প্রচুর পরিমাণ ভ্যাকসিন মজুদ আছে। তবে রাসেলস ভাইপার যদি কামড় দেয়, বেশিরভাগ রোগী মারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তবে রাসেলস ভাইপার কামড়ালে ২ ঘণ্টার মধ্যে হাসপাতালে এসে ভ্যাকসিন নেয়ার পরামর্শও দেন এই চিকিৎসক।

/এএস 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply