এবার আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে কিউবা

|

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় এবার যুক্ত হলো কিউবা। শনিবার (২২ জুন) এ ঘোষণা দেয় দেশটি। খবর ওয়াফা এজেন্সিসহ স্থানীয় গণমাধ্যমের।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, গাজায় গণহত্যা বন্ধের লক্ষ্যে আইসিজেতে নিজেদের যুক্তি-তর্ক উপস্থান করবে কিউবা। তাদের অভিযোগ, গাজা উপত্যকায় স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। এর আগে, প্রথম ইউরোপীয় দেশ হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দেয় স্পেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে তেল আবিবের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। বেআইনিভাবে দখল করা গাজা ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার বর্বরতার বন্ধের দাবি জানানো হয় মামলায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply