বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মারা গেছেন

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ রোববার বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তরিকুলের পারিবারিক সূত্র যমুনা টেলিভিশনকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিএনপির এই নেতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।

এর আগে গত ১০ অক্টোবর রাতে তরিকুল ইসলামকে আজগর আলী মেডিকেলের সিসিওতে রাখা হয়। পরে ১৩ অক্টোবর তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত বছর তরিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তরিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম তরিকুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply