লাইন ক্ষতিগ্রস্ত: ময়মনসিংহ-নেত্রকোণায় অনির্দিষ্ট সময়ের জন্য তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ

|

প্রতীকী ছবি

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে গ্যাস পাচ্ছে না ময়মনসিংহ ও নেত্রকোণার তিতাসের গ্রাহকরা।

সোমবার বিকেলে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্থ হয়। একটি কারখানার ভবন নির্মান কাজের পাইলিং করার সময় গ্যাস লাইনটি ফুটো হয়ে যায়।

তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ন চন্দ্র দে জানিয়েছেন, অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র করে দেয়ায় তা মেরামতে অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কখন সংযোগ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। সঞ্চালন অনলাইনের মেরামত কাজ শুরু হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply