‘বাংলাদেশ-চীন সম্পর্ক পরীক্ষিত ও বিশ্বস্ত, যা আরও শক্তিশালী করতে চায় বেইজিং’

|

বাংলাদেশের সাথে পরীক্ষিত ও বিশ্বস্ত সম্পর্ক রয়েছে চীনের, যা আরও শক্তিশালী করতে চায় বেইজিং— এ কথা বলেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। মঙ্গলবার (২৫ জুন) সকালে ঢাকায় চায়না-বাংলাদেশ সম্পর্ক শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ঢাকা সফররত চীনের এই মন্ত্রী বাংলাদেশের সাথে রূপকল্প ২০৪১ পূরণ, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সহযোগিতা ও বিআরআই এর মধ্যে টেকসই সম্পর্কন্নোয়নে কাজ করার কথা উল্লেখ করেন।

সেমিনারে বক্তারা দ্বিপাক্ষিক সম্পর্কে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা, পণ রফতানি বৃদ্ধি, ভিসা সহজীকরণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছেন। এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সহযোগিতা করতে পারে বলেও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফরে বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান লিউ জিয়ানশাও। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply