তরিকুল ইসলামের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: ফখরুল

|

দলের দুঃসময়ে তরিকুল ইসলামের চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে নয়া পল্টনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, ত্যাগী এ রাজনীতিবিদ অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। জাতির এ ক্রান্তিলগ্নে তার মত নেতার খুবই দরকার ছিল।

এর আগে তরিকুল ইসলামের দলীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সামিল হন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দ্বিতীয় জানাজা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিকেলে যশোরে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply