সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেটে ঈদের দিন সৃষ্টি হওয়া বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। জেলার ১১টি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল এখনও রয়েছে জলমগ্ন। এরমধ্যেই আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাসের ২৪ ঘণ্টার মধ্যেই আবার বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এতে ফের বন্যা আতঙ্কে পড়েছেন স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে। বন্যা হলেও, ততটা দীর্ঘস্থায়ী বন্যা হবে না।
উল্লেখ্য, এর আগে ১৬ জুন থেকে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ১১ উপজেলার সহস্রাধিক গ্রাম প্লাবিত হয়।
/এমএইচ
Leave a reply