খান ইউনিস থেকে সরে যাবার নির্দেশ, নিরাপদ আশ্রয় কোনটি জানে না বাসিন্দারা

|

এবার খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে গাজাবাসীদের সরে যাবার নির্দেশ দিলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১ জুন) এক অডিওবার্তায় এ এলাকার বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়।

ঘোষণা পাওয়া মাত্রই বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছেন শত শত ফিলিস্তিনি। তবে, নিরাপদ অঞ্চল কোনটি সে বিষয়ে ইসরায়েলের নির্দেশে পরিস্কারভাবে কিছু জানানো হয়নি। তাই কোথায় যাবেন এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন খান ইউনিসের বাসিন্দারা।

কিছুদিন আগেই এ অঞ্চলটি থেকে সরিয়ে নেয়া হয়েছিলো ইসরায়েলি সেনাদের। অনেকের আশঙ্কা, এ অঞ্চলে ফের সেনা মোতায়েন করা হবে। ফলে আবারও তৈরি হতে পারে বিভিষীকাময় পরিস্থিতি।

এমন হুঁশিয়ারির আগে এদিন ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ রকেট ছোঁড়ে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। তারপরই এমন ঘোষণা দেয় আইডিএফ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply