চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে গুলশানের বাসায় নেয়া হবে। মঙ্গলবার (২ জুলাই) তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এরইমধ্যে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়া গেছে। বিকেলেই এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।এর আগে, গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা ৩ জন চিকিৎসক। তবে ফের তার শারীরিক অবস্থার অবনতি হলে ২২ জুন তাকে হাসপাতালে নেয়া হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
/এএস
Leave a reply