ঘুমকাণ্ড: সেদিন আসলে কী ঘটেছিল জানালেন তাসকিন

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ঘুমের কারণে টিম বাস মিস করেছিলেন তাসকিন আহমেদ। এই ঘটনায় বেশ সরব দেশের ক্রীড়াঙ্গন। এমনকি তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন ও সাকিব আল হাসান। তবে আসলে সেদিন কী ঘটেছিল জানিয়েছেন তাসকিন নিজেই।

বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ফেরারও কয়েকদিন পর একটি গণমাধ্যমে খবর বের হয়, ভারতের বিপক্ষে ঘুমের কারণে মাঠে দেরি করে গিয়েছেন তাসকিন। এই কারণেই তাকে খেলানো যায়নি। তাসকিনের টিম বাস মিস করা ও দেরিতে মাঠে যাওয়ার কথা। গতকাল জানিয়েছেন সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও।

বুধবার দেশের আরও একটি জাতীয় দৈনিকে তাসকিনের শৃঙ্খলাভঙ্গের খবর প্রকাশ হয়। এবার পুরো ঘটনা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন ডানহাতি পেসার। তাসকিন লিখেছেন, আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।

তবে তাসকিন যে স্বাভাবিকের চেয়ে পরে ঘুম থেকে উঠেছেন সেটি স্বীকার করে নিয়েছেন নিজেই। সেই সাথে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সেই বিষয়টিও জানিয়েছেন সেই ফেসবুক পোস্টে। তাসকিন লিখেছেন, আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।

যাচাই না করেই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ তাসকিনের। তিনি লিখেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে।

তাসকিন লিখেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।

তাসকিন আরও যোগ করেন, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।

তাসকিনকে নিয়ে প্রচারিত কোন খবরটি মিথ্যা ও গুজব তা স্পষ্ট করেননি তিনি। তবে ভাবমূর্তি ক্ষুন্ন করলে আগামীতে আইনি ব্যবস্থা নিতে পারেন বলে জানিয়েছেন বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক থাকা তাসকিন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply