দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) বার্বাডোস থেকে দেশে ফেরে মেন ইন ব্লু’রা। দিল্লিতে নেমেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ৭ লোক কল্যাণ মার্গে গিয়ে দেখা করে পুরো ভারতীয় দল। সেখানে আরও উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সদ্য বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়ও। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দেয় টিম ইন্ডিয়া।
মুম্বাইয়ের মেরিন ড্রাইভ রোডে বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে বিকেলের মধ্যেই হাজার হাজার জনতার ঢল নামে। পাশেই ওয়াংখেড়ে স্টেডিয়াম। বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের জন্য ছাদখোলা বাসে করে সেখানে যাবে রোহিত শর্মার দল। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও বাসে করে ট্রফি প্যারেড করেছিল মহেন্দ্র সিং ধোনিরা।
উল্লেখ্য, মুম্বাইয়ে আজ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে। তবুও বৃষ্টি উপেক্ষা করে এত মানুষের ঢল নেমেছে স্টেডিয়াম সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে। দীর্ঘ ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা খরা দূর হয়েছে ভারতীয় দলের।
/এমএইচআর
Leave a reply