এবার সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুলাই) আদালত এ আদেশ দেন। ‘অবৈধভাবে’ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে তার সম্পদ জব্দের আবেদনটি করেছিল দুদক।
দুদকের আবেদনে বলা হয়, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ এনামুলের। তিনটি বাণিজ্যিক স্পেসও আছে তার।
সম্পদ জব্দের আবেদনে সংস্থাটি আদালতকে জানায়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। যা এ মামলার বিচারে বাধা তৈরি করতে পারে। সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে, আর সুষ্ঠু তদন্তের জন্য সম্পত্তি জব্দ করার বিষয়টি আমলে নিয়ে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
এদিকে, দুর্নীতির অভিযোগে কর কর্মকর্তা আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে। বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। গত ৩০ জুন তাকে বগুড়ায় বদলি করা হয়।
/এনকে
Leave a reply