চিকিৎসকদের কর্মজীবন নিয়ে একটি মানসম্মত পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনায় চিকিৎসকদের উপজেলা ও মফস্বলে পোস্টিং দেয়া হবে। যদি কেউ যোগদান না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে— এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা ও গ্রামপর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এজন্য সপ্তাহের ৫দিন দেশের বিভন্ন উপজেলা, গ্রামীণ হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবো।
তিনি আরও বলেন, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিককে সাবলম্বী করা গেলে রোগীরা শহরমুখী হবে না। এক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীদের পরীক্ষা, ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
/আরএইচ
Leave a reply