প্রস্তুত স্টুটগার্ট, শুরু হচ্ছে জার্মানি-স্পেন মহারণ

|

উয়েফা ইউরোর শেষ ১৬ পার করে আসরে এখন পর্যন্ত টিকে আছে আটটি দল। আজ শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রথম ম্যাচেই বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও স্পেন। নকআউট পদ্ধতির শেষ আটে হারলে বিদায়, জিতলে সেমিফাইনাল।

স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় স্বাগতিক হিসেবে এগিয়ে থাকবে জার্মানি। তবে, স্পেন প্রেরণা নিতে পারে ২০০৮ সালের ইউরো ফাইনাল থেকে। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ১৬ বছর আগে। সেই ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে স্পেন। দুদলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে স্পেন। তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা, জার্মানি একটিতে।

ম্যাচের আগে স্প্যানিশ কোচ লুইস ফুয়েন্তে বলেছেন, আমার কাছে এটি ফাইনালের মতো। শক্তিমত্তায় দুদলই সমান। জার্মানি সবসময়ই আক্রমণাত্মক ঢংয়ে ম্যাচ শুরু করে। আমাদের তাই সতর্ক থাকতে হবে এবং সুযোগ বুঝে পাল্টা আক্রমণে যেতে হবে।

অপরদিকে জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘আমাদের লক্ষ্য সেমি ফাইনালে যাওয়া। স্পেন টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তারা প্রতিপক্ষকে প্রচণ্ড চাপে রাখতে পারে। আমাদের নিজেদের সহজাত খেলাটা খেলতে হবে। আক্রমণে উঠতে হবে শুরু থেকে।

জার্মানি একাদশ: নয়্যার, রুডিগার, রউম, টাহ, কিমিখ, হাভার্টজ, ক্রুস, মুসিয়ালা, সানে, গুন্দোয়ান ও চান।

স্পেন একাদশ: সাইমন, কারভাজাল, নরম্যান্ড, লাপোর্তে, কুকুরেলা, পেদ্রি, রডরি, রুইজ, ইয়ামাল, মোরাতা ও উইলিয়ামস।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply