বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

|

সারাদেশ ডেস্ক:

বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকার লাখও মানুষের ভোগান্তি চরমে। কুড়িগ্রাম, ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত চর ও নিম্নাঞ্চল। পানিবন্দি প্রায় দেড় লাখ মানুষ। বানের জলে ডুবেছে বাড়িঘর-রাস্তাঘাট; তাতে ভোগান্তিতে স্থানীয়রা। বন্যা কবলিত এলাকার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পানিতে তলিয়েছে সাড়ে পাঁচ হাজার হেক্টর ফসলি জমি।

গাইবান্ধায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ। রংপুরে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার উপরে। ১২টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চল এখনও জলমগ্ন।

জামালপুরে যমুনা নদীর পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সেখানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। সড়ক পানিতে নিমজ্জিত থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। রয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় ঢুকেছে যমুনার পানি। প্লাবিত নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা।

এদিকে সিলেটে সুরমা-কুশিয়ারার পানি কিছুটা কমলে এখনও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার উপর দিয়েই। সেখানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিতে তলিয়ে আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা। প্রশাসনের হিসাবে জেলায় ৬ লাখের বেশি মানুষ পানিবন্দি। ২০৮ আশ্রয়কেন্দ্রে ৯ হাজার মানুষ আশ্রিত। রয়েছে খাবার ও সুপেয় পানির সংকট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply