প্রণোদনা ও সহায়তা কমায় টেক্সটাইল খাত অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে: বিটিএমএ

|

এলডিসি গ্র্যাজুয়েশনের নামে টেক্সটাইল খাতে প্রণোদনা ও নীতি সহায়তা কমিয়ে দেয়া হয়েছে। এতে এ শিল্প অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে— এমন দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।

আজ শনিবার রাজধানীতে সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। জানান, জ্বালানি সংকটে ৩ বছর ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। সক্ষমতার ৫০ শতাংশের বেশি কাজে লাগানো যাচ্ছে না। নিরবচ্ছিন্ন সরবরাহে ব্যর্থ হলেও বাড়ানো হয়েছে জ্বালানির দাম। শ্রমিকের মজুরিও বেড়েছে। ব্যাংক ঋণের সুদ হার দাঁড়িয়েছে সাড়ে ১৪ শতাংশে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডলার সংকটের কারণে ওয়ার্কিং ক্যাপিটাল কমেছে। তুলা ও কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতে আগ্রহ হারিয়েছে অনেক ব্যাংক।

মোহাম্মদ আলী খোকন জানান, প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলো যখন নীতি সহায়তা বাড়াচ্ছে তখন উল্টোপথে চলছে বাংলাদেশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply