স্টাফ করেসপনডেন্ট, কিশোরগঞ্জ:
বিয়ের অনুষ্ঠানে সোনা-রূপার গহনা, শাড়ি-পাঞ্জাবি, নিত্য ব্যবহার্য সামগ্রী এবং নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপহার প্রদানের প্রচলন দীর্ঘদিনের। কিন্তু এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নানান জাতের ৫০টি গাছের চারা উপহার দিয়েছেন নবদম্পতিকে। উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের এক গণমাধ্যম কর্মীর বৌভাত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) উপজেলার পোড়াবাড়িয়া পূর্বপাড়া এলাকার তাজুল ইসলামের ছোট ছেলে শরিফুল ইসলামের বৌভাত অনুষ্ঠান ছিল। আর এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ভয়েস অব পাকুন্দিয়া নামের একটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দাওয়াত খেতে আসে। এসময় তারা ৫০টি গাছের চারা উপহারস্বরূপ বরের হাতে তুলে দেন।
বর শরিফুল ইসলাম বলেন, এমন উপহার পেয়ে আমি বেশ আনন্দিত। এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী উপহার পাবো আমি কখনও ভাবিনি।
/এমএইচআর
Leave a reply