কিছুটা কমেছে খাদ্য ও সেবার দাম

|

জুন মাসে কিছুটা কমেছে খাদ্য ও সেবার দাম। সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক সাত দুই শতাংশে। তবে খাবারের দাম নিয়ে বড় স্বস্তি নেই। রোববার (৭ জুলাই) এই পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো – বিবিএস।

এতে দেখা যায়, মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক আট নয় শতাংশে। তবে পরের মাসে তা দশমিক এক সাত শতাংশ কমেছে। তারপরও এই নিয়ে টানা ১৪ মাস ৯ শতাংশের ওপরে রয়েছে মূল্যস্ফীতির সার্বিক সূচক। দুশ্চিন্তা কাটছে না খাদ্যের দাম নিয়ে। এখন প্রতি ১০০ টাকার খাবারে প্রায় সাড়ে দশ টাকা বেশি গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

জুনে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও, তা দাঁড়িয়েছে ১০ দশমিক চার দুই শতাংশে। তবে, অন্যান্য পণ্যের দামে খুব একটা হেরফের নেই। ৯ দশমিক ১ এর ঘরে ঘুরপাক খাচ্ছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply