ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জমজমাট এক লড়াই উপহার দিয়েছে জার্মানি-স্পেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছে স্প্যানিশরা। সেই ম্যাচে স্প্যানিশ প্লেয়ার পেদ্রিকে অনিচ্ছাকৃতভাবে পা দিয়ে আঘাত করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
পায়ে গুরুতর আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন বার্সা স্টার পেদ্রি। ম্যাচের তখন মাত্র ৭ মিনিট চলছে। ফিজিও এসে তাকে পরীক্ষা করেন ভালভাবে। পরিস্থিতি সুবিধাজনক না হওয়ায় বাধ্য হয়ে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন পেদ্রি। ম্যাচ শেষে পেদ্রির চিকিৎসক জানায়, ‘ইউরো-২০২৪’ আসরে আর খেলতে পারছেন না স্প্যানিশ এই সুপারস্টার।
এদিকে, পেদ্রিকে আঘাত করার পর টনি ক্রুস একটি পোস্ট শেয়ার করেন। শনিবার (6 জুলাই) একটি ইনস্টাগ্রাম পোস্টে জার্মানির মিডফিল্ডার লিখেছেন, পেড্রির কাছে ক্ষমাপ্রার্থী। অবশ্যই আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আপনি একজন দুর্দান্ত খেলোয়াড়। অতি দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।’
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
/এআই
Leave a reply