ব্যাটিংয়ে উজ্জ্বল সাকিব, বোলিংয়ে নিষ্প্রভ

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনোকর্নসের কাছে ৪ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এদিন ব্যাট হাতে দাপুটে সাকিব পেয়েছেন বড় রানের দেখা। ৬ চারে ২৬ বলে সাকিবের ব্যাট থেকে আসে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে বল হাতে আরেকটি খরুচে দিন পার করেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

সোমবার (৮ জুলাই) ডালাসে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সাকিবের দল। ৩ ওভার শেষে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের অবস্থা যখন ২ উইকেট হারিয়ে ১৫ রান, তখন উইকেটে আগমন সাকিব আল হাসানের। নিজের খেলা তৃতীয় বলেই সাকিব পেয়ে যান বাউন্ডারি। তবে এদিন সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওপেনার জেসন রয়। 

দাপুটে ব্যাটিংয়ে সাকিব এদিন ২৪ বলেই পৌঁছে যান ৩৫ রানে। এরপর অবশ্য আর কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে। ব্যক্তিগত ৩৫ রানে সাকিবের বিদায়ে ৮৯ রানে ৪র্থ উইকেট হারায় নাইট রাইডার্স। ২৬ বলে ৩৫ করা সাকিবের ইনিংস সাজানো ছিল ৬ বাউন্ডারিতে। 

নাইট রাইডার্সের ইনিংসে সাকিবের ৩৫ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ। ২ চার ৩ ছক্কায় ২৫ বলে সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল। প্রোটিয়া তারকা মিলার খেলেন ১৮ বলে ২৪ রানের ইনিংস।

ইউনিকর্নস রান তাড়া করতে নামলে সাকিব বোলিংয়ে আসেন চতুর্থ ওভারে। অ্যালেন ও শর্ট সে ওভারে নেন ৮ রান। তবে সাকিবের পরের ওভারে অ্যালেন ৩ ছক্কাসহ তুলে নেন ১৯ রান। দুই ওভারে ২৭ রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি নাইট রাইডার্স অধিনায়ক সুনীল নারাইন। অ্যালেন ৩৭ বলে ৬৩ এবং শর্ট ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন।

দুই ম্যাচ খেলে মেজর লিগ ক্রিকেটে এটি নাইট রাইডার্সের প্রথম হার। সাকিবের দল তাদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায়। প্রতিপক্ষ কুইন্টন ডি ককদের সিয়াটল অরকাস।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply