মালয়েশিয়ায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ারে প্রবাসীদের ঢল

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় প্রদর্শিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ছবিটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি মালয়েশিয়া (বিএসসিএম) এর আয়োজনে চলচ্চিত্রটি দেখানো হয় সেখানে।

চলচ্চিত্রটির প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী ভিক্রম ভর্দন, হাইকমিশনের কাউন্সিলর কন্স্যুলার মোর্শেদ আলম, ফার্স্ট সেক্রেটারী এ এস এম জাহিদুর রহমানসহ অন্যান্যরা।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে আগত শিক্ষক/ছাত্রছাত্রীবৃন্দের পাশাপাশি দেশটিতে বসবাসরত ৪ শতাধিক প্রবাসীও উপস্থিত ছিলেন সেখানে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply