‘সরকার গঠন হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স’

|

ফ্রান্সে নতুন সরকার গঠন করা হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। এমন ঘোষণা দিয়েছেন পার্লামেন্ট নির্বাচনে জয়ী বাম জোটের নেতারা। খবর আনাদোলু এজেন্সির।

ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বাম জোটগুলোর প্রধান জ্যাঁ লুক মেলেঞ্চোন। এসময় তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, সরকার গঠনের পরপরই স্বীকৃতি দেয়া হবে ফিলিস্তিনকে।

তিনি আরও বলেন, পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু প্রেসিডেন্টেরই নয়, বরং প্রধানমন্ত্রীরও রয়েছে। তাই জোটভিত্তিক সরকার গঠন করা হলেও ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয়া হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে আসছে ফ্রান্সের বাম দলগুলো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply