“শক্তিশালী ইসি, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার জরুরি”

|

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।

জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী রোডম্যাপ নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ হাজার মামলা চলছে, বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে ৫০ লাখ নেতাকর্মীকে।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক বলে অভিযোগ করেন অধ্যাপক এমাজউদ্দিন।

সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  তিনি বলেন, দেশের সুশীল সমাজের অধিকাংশ প্রতিনিধি নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply