বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

|

বার্সেলোনায় অনুষ্ঠিত সমাবেশে ফিলিস্তিনি পতাকা নাড়ছেন বিক্ষোভকারীরা। ছবি: ইপিএ

ইরানের বিরুদ্ধে নিজ দেশের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেয়ার অভিযোগ তুললো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১০ জুলাই) এ ব্যাপারে সতর্কবার্তা দেন দেশটির হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। খবর একাধিক গণমাধ্যমের।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য। তবে মার্কিন সরকারেরও দায়িত্ব আমেরিকানদের বিদেশি শক্তির ক্ষতিকর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করা।

হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের সুযোগ নিতে যাচ্ছে। আমি বলতে চাই, গাজায় সংঘাতের বিষয়ে আমেরিকানরা প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করছে। কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাদরে গ্রহণ করবো।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে আরও বলেন, আমি ইরানসহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই, আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply