অর্থবছর ২০২৩-২৪: তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ

|

বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চ মাসে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। যা আগের প্রান্তিকের প্রায় দ্বিগুণের কাছাকাছি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক জিডিপির প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। সব মিলিয়ে তিন প্রান্তিকে গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩০ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক চার শতাংশ। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯ শতাংশ। শিল্পখাতে ৭ দশমিক শুন্য তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply