বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের

|

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে চীন। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। তাতে এ ঘোষণা দেন চীনা প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। এই প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় প্রধানন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।

পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতে ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও ৭টি ঘোষণাপত্র সই হয়। এরপর স্থানীয় সময় বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন। এ সময় দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উঠে আসে বাংলাদেশ-চীনের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপনে আগামী বছর বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনের ওপর দুই নেতাই গুরুত্বারোপ করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply