তৃণমূলে যুবদলের কমিটি বাতিল

|

গত ১৩ জুন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় (টুকু-মুন্না) কমিটি বিলুপ্ত করার পর থেকে ৮ জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিটসমূহ (উপজেলা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) বাতিল করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) যুবদলের নবগঠিত কমিটির দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

যুবদল সূত্রে জানা গেছে, যুবদলের টুকু-মুন্না কমিটি ১৩ জুন বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সংগঠনটির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ওই সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply