আইএসের সাবেক নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড

|

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালত। বুধবার (১০ জুলাই) দেয়া হয় এই রায়। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির।

আসমা মোহাম্মদ পরিচিত ছিলেন উম্মে হুদাইফা নামে। চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। আইএসের নানা সহিংস কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ছিল তার, এমন অভিযোগে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড।

২০১৮ সালে তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়েছিল হুদাইফাকে। পরিচয় গোপন করে সেখানে লুকিয়ে ছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতে ইরাকে প্রত্যার্পন করা হয় তাকে।

২০১৪ সালে আবু বকর আল-বাগদাদিকে আইএস ইরাকের বিস্তৃত অঞ্চলে খলিফা হিসাবে ঘোষণা দেয়। আইএসের পতনের পর ২০১৯ সালে সিরিয়ার উত্তর-পশ্চিমে অভিযান চালানো হয় বাগদাদির গোপন আস্তানায়। আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বাগদাদি ও তার দুই সন্তান। সেনাদের গুলিতে নিহত হন তার আরও দুই স্ত্রী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply