কোটা বিরোধীরা বিকেল সাড়ে তিনটায় রাজধানীর শয়াহবাগে অবস্থান নেয়ার ঘোষণা আগে থেকে দিয়ে রাখলেও এখন পর্যন্ত সেখানে কোনো মিছিল নিয়ে তারা পৌঁছায়নি। তবে এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যান চলাচল স্বাভাবিক আছে। তবে রাস্তায় গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম। গাড়ির চাপ নেই বললেই চলে।
গেলদিন আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর প্রায় ১৭টি পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করলেও, আজ ভিন্ন প্রস্তুতি দেখা গেছে। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে, পুলিশ এমন অবস্থান নিয়েছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনোভাবেই যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে না পারে, এই জন্য এই প্রস্তুতি নেয়া হয়েছে।
/এটিএম/
Leave a reply