ডিএসইতে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাপট

|

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাপট বেড়েছে। গত এক মাসে এই দুই খাতে মোট ১ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর বিদায়ী সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে মোট ৭৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৪১২ কোটি টাকা। আগের দুই সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় যথাক্রমে ৫০২ ও ১৫৫ কোটি টাকার শেয়ার।

গত বছরও দেশের পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়। গত সপ্তাহের খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত।

দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১০ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply