সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বাড়ছে অন্য নদ-নদীর পানি

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে জেলার ফুলজোর, করতোয়া ও ঘোড়াসাগর নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে এখনও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

রোববার (১৪ জুলাই) সকাল পর্যন্ত গত ১২ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানি ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, জেলার দুটি পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও এখনো বিপৎসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার ফুলজোর, ঘোড়াসাগর ও করতোয়া নদীর পানি বেড়েছে। তবে, এ মৌসুমে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

এদিকে, সিরাজগঞ্জ সদর, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলায় ব্যপক নদী ভাঙন দেখা দিয়েছে। তাছাড়া, বন্যায় গবাদিপশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় নদী পারের চরাঞ্চল ও নিচু এলাকাগুলোতে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

/আরএইচ  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply