কোটা আন্দোলনে রাজনীতি আছে: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা সরকার পুনর্বহাল করেনি। হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগ স্থগিত করেছে। যেহেতু এটা বিচারাধীন বিষয়, তাই আদালতই চূড়ান্তভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন আন্দোলনের যৌক্তিকতা নেই।

রোববার (১৪ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা পদ্ধতি বাতিলের কারণে সমস্যা হচ্ছিল, তারপরও সরকার সেটা বাতিল করেনি। কোটা আন্দোলন নিয়ে বিএনপি স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

আদালতের আদেশের পর কোটা নিয়ে চলমান আন্দোলনে রাজনীতি আছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। মন্ত্রী জানান, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেকের সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply