পরবর্তী দুই ইউরো অনুষ্ঠিত হবে কোথায়

|

পর্দা নামলো ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। বার্লিনের মেগা ফাইনালে ইংলিশদের হারিয়ে ১২ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতলো স্পেন। চতুর্থবারের মতো শিরোপা জেতায় তারা পেছনে ফেলেছে জার্মানিকে, যারা টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন। পরবর্তী ইউরো অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।

উয়েফার ঘোষণা অনুযায়ী ২০২৮ ইউরো অনুষ্ঠিত হবে সমগ্র গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডে। অর্থাৎ সেই ইউরো যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস ও রিপাবলিক অব আয়ারল্যান্ড। অনুষ্ঠিত হবে সেই বছরের ৯ জুন থেকে ৯ জুলাই।

এরপরের ইউরো আয়োজন করবে যৌথভাবে ইতালি ও তুরস্ক। ২০৩২ সালের ১৮ জুন থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ইউরোর ১৯ তম আসরটি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply