কোটা ইস্যুতে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে: ডিএমপি কমিশনার

|

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে। এ কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর লালবাগে ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। হাবিবুর রহমান বলেন, কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়। সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রত্যেক নাগরিকের কর্তব্য।

এছাড়া পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ইমামবাড়ায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের নিরাপত্তায়ও থাকবে কঠোর নিরাপত্তা। মিছিলে অংশগ্রহণকারীদের ছুরি চাকু ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ না করার অনুরোধ জানান তিনি। এছাড়া বৈদ্যুতিক তার থেকে নিরাপত্তায় পতাকা বেশি উঁচু না করার আহ্বান জানান তিনি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply