কোটা বাতিলের দাবি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে, নয়াপল্টনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ছাত্রদল নেতাকর্মীরা। সেখান থেকে নাইটিংগেল মোড় ঘুরে; ফকিরের পুলে সেটি শেষ হয়। এ সময়, দ্রুত কোটা সংস্কারের দাবি জানান তারা।
এর আগে,সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে রাজপথে থাকবে ছাত্রদল। সাংগঠনিকভাবে কোনো তৎপরতা থাকবে না, তবে ছাত্র হিসেবে পাশে থাকবে ছাত্রদল।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে টর্চার সেল বানিয়েছে ছাত্রলীগ। এতে প্রশাসন তাদের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply