এনইউজে’র নতুন সভাপতি আব্দুস সালাম, সাধারণ আহসান সাদিক

|

রূপগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এটিএন বাংলার আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টিফোরের আহসান সাদিক শাওন জয় পেয়েছেন।

সোমবার (১৫ জুলাই) রাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোটগণনার পর কমিটির সদস্য একুশে টেলিভিশনের বিমল রায়, চ্যানেল আইয়ের ড. রুমন রেজা ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে খবরের পাতার ইমামুল হাসান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, অর্থ সম্পাদক পদে সময় টিভির শওকত এ সৈকত বিজয়ী হয়েছেন। এছাড়া, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে বাংলাভিশনের আফজাল হোসেন পন্টি, আজকের পত্রিকার সাবিত আল হাসান, মাছরাঙ্গা টিভির আনিসুর রহমান জুয়েল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের হাসান উল রাকিব, সমকালের শরীফ উদ্দিন সবুজ ও বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম রফিক জয় পেয়েছেন।

এর আগে, সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১১টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply