সাতক্ষীরায় শিক্ষার্থীদের মিছিলে আতর্কিত হামলা, ধাওয়া খেয়ে দৌঁড়ে পালালো ছাত্রলীগ

|

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শহরের এসপি বাংলোর সামনে এই ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হয়। তবে শিক্ষার্থীদের পাল্টা প্রতিরোধের মুখে দৌঁড়ে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বেলা ১২টা ২৫ মিনিটের দিকে শহরের খুলনা রোড মোড় এলাকায় থেকে কোটা বিরোধী মিছিলটি নারকেতলার দিকে যেতে থাকে। এসপি বাংলো অতিক্রমের পর পরই ১০-১২ জন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। শিক্ষার্থীদের মিছিলটি কিছুটা ছন্দপতন হয়ে যায়। মিনিট খানেক চলতে থাকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ। তবে মুহূর্তের মধ্যেই শিক্ষার্থীরা একত্রিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া করে। আত্নরক্ষার্থে ছাত্রলীগের নেতাকর্মীরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বেলা ১১টা থেকে দফায় দফায় ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তবে পুলিশ নিরব ভূমিকায় ছিল। এক পর্যায়ে বাধ্য হয়েই ছাত্রলীগকে প্রতিহত করতে হয়েছে। আমাদের একজন আহত হয়েছে।

ঘটনার সময় দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেড় তৎপর ছিল। ছাত্রলীগের হামলা চালানোর সময়ও তাদের বাঁধা দিতে দেখা যায়। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি না শুনেই আতর্কিত হামলার ঘটনায় জড়িয়ে পড়ে। বর্তমানে সাতক্ষীরা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগামীকাল বেলা ১১টায় শহরে খুলনা রোড মোড় এলাকায় পুনরায় কোটা বিরোধী সমাবেশ করবে বলে ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

এদিকে, সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আন্দোলনের নামে অস্থিরতা ও জন দূর্ভোগ সৃষ্টি করলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply