চলমান কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুড়ী আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সংবাদ সংগ্রহে গেলে তার ওপর আক্রমণ হয়।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। পরে বিকালে অফিসের ফেরার পথে তাকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারা হয়। এসময় মাথায় ইট লেগে গুরুতর আহত হন তিনি।
গুরুতর আহত ভাস্কর ভাদুড়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় তার কপালের বাম পাশে একটি জখমের দাগ দেখা যায়। তার মাথায় ৯টি সেলাই পড়েছে। অবস্থা বেশ গুরুতর। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান।
এদিকে, বুধবার এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রড কাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। পাশাপাশি এ ধরণের সহিংসতার নিন্দাও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রত্যেক গণমাধ্যমকর্মীকে নিজের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকার কথা বলা হয়। পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে কর্মীদের জন্য মানসম্মত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার কথাও বলা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনের ওপরেও হামলা করা হয়।
/এমএইচআর
Leave a reply