ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সময় ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়ারদারের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় সংঘর্ষে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এমপি নায়েব আলীর ঘনিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে অবস্থান নেন। এমপি নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ শহর থেকে নির্বাচনী এলাকা শৈলকুপায় যাওয়ার সময় গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে কোটাবিরোধী শিক্ষার্থীদের সামনে পড়েন। এ সময় অজ্ঞাতরা এমপির গাড়ি আটকে দিয়ে ভাঙচুর চালায়।
তবে এমপি নায়েব আলী জোয়ারদার অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে চলে যেতে পারেন। আন্দোলনকারীরা গাড়াগঞ্জ বাজারের পাশে যুবলীগ নেতা শামিম হোসেন মোল্লার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বলেও জানা যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এনকে
Leave a reply